পল্লী উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে ঢাকায়

এএআরডিওআফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এএআরডিও) নির্বাহী কমিটির তিন দিনব্যাপী ৬৮তম অধিবেশন আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শুরু হচ্ছে ঢাকায়। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই বৈঠকে দুই মহাদেশের ১৪টি দেশ থেকে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তরা।

স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সমবায় প্রতিমন্ত্রী এম মশিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দেবেন।

আফ্রিকা ও এশিয়ার ৩১টি সদস্য রাষ্ট্রের এই সংগঠন দুটি মহাদেশের পল্লী এলাকা উন্নয়নে অবদান রাখছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘তিনদিন ব্যাপী এই অধিবেশনের স্বাগতিক হচ্ছে বাংলাদেশে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। এতে দুটি মহাদেশের ১৪টি দেশ থেকে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেবেন।’

তিনি আরও বলেন, ‘স্বল্প আয়ের দেশগুলোর পল্লী এলাকার উন্নয়নের জন্য এটি একটি বড় উদ্যোগ এবং আমরা ইতোমধ্যেই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছি। বাংলাদেশ এখন টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এএআরডিও পল্লীর জনগণের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের জন্য বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে।’

সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে মাথাপিচু আয় ৬শত মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১,৫০০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে এএআরডিও’র নির্বাহী কমিটির সভাপতি ওমাদুথ জাদো, মৌরিশাসের প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্থায়ী সচিব এবং আর্দোর মহাসচিব ইঞ্জিনিয়ার ওয়াসফি হাসান আল শ্রিহিন উপস্থিত থাকবেন। সূত্র: বাসস।

/এফএস/

আরও পড়ুন- বোনের বাড়িতে রসরাজ, কাটছে না নিরাপত্তা নিয়ে শঙ্কা