ডিএসইতে প্রধান সূচক ৬৮, সিএসইতে বেড়েছে ২১৯ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে  সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ৭৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২১৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৬৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৯৩ কোটি ৪৪ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৪০৮ কোটি ৭৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৫৯ কোটি ৬৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ২৮ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  বারাকা পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, আরএকে সিরামিকস, ইফাদ অটোমোবাইল, সিটি ব্যাংক, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, সাইফ পাওয়ার এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১০০ কোটি ০২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৪ কোটি ৩২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২১৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫০৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৫০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৫২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২৬ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৫৬ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৫৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, আরএকে সিরামিকস, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং সিটি ব্যাংক।
/এসএনএইচ/