ডিএসইতে প্রধান সূচক ১১৭, সিএসইতে কমেছে ২৪৭ পয়েন্ট

ডিএসই ও সিএসই
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে  সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৭ দশমিক ৭৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৪৭ দশমিক ০৬ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২০৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩৪২ কোটি ৩ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৩৭ কোটি ১৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৬৯ কোটি ৬০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৩২ কোটি ৪৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ দশমিক ৭০ পয়েন্ট কমে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং ৩৫ দশমিক ২৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ২৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, এসিআই, ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, অ্যাকমি ল্যাবরেটরিজ, লংকা-বাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, আরএকে সিরামিকস, সাইফ পাওয়ার এবং ন্যাশনাল ব্যাংক।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৮ কোটি ৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭২ কোটি ৪৩ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ৩৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৪৭ দশমিক ০৬ পয়েন্ট কমে ১০ হাজার ৩০১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪১১ দশমিক ১১ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৮৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩১ দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ২৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ২১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, ফরচুনা সু, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক এবং আরএকে সিরামিকস।
/এসএনএইচ/