ডিএসইতে প্রধান সূচক ৪০, সিএসইতে বেড়েছে ৭৪ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ১৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৭৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৪৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৬২ কোটি ৫ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৭৩ কোটি ৬৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৯৩ কোটি ৫০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮০ কোটি ১৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লংকা-বাংলা ফাইন্যান্স, আইডিএলসি, তিতাস গ্যাস, অ্যাপোলো ইস্পাত, এসিআই ফর্মুলা, বেক্সফার্মা, আমান ফিড, সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো লিমিটেড এবং ডোরিন পাওয়ার।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৯ কোটি ৪৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৫৫ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৯২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৯৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৮ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩২৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৬১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ডিপিএল, বেক্সফার্মা, গ্রামীণ ফোন, অ্যাপোলো ইস্পাত, জেনারেশন নেক্সট, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস এবং ন্যাশনাল ব্যাংক।
/এসএনএইচ/