ডিএসইর প্রধান সূচক ২৭, সিএসইতে বেড়েছে ৫০ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৪৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫০ দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৮৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৯০ কোটি ৫১ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে এবং ৯ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, এএফসি অ্যাগ্রো এবং বেক্সিমকো লিমিটেড।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৮৪ কোটি ৩৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬২ কোটি ৯৫ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২১ কোটি ৩৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৩ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৮৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৮ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শিফার্ড ইন্ডাস্ট্রিজ, বেক্সফার্মা, এসআইবিএল, বিডি থাই, কেয়া কসমেটিকস, আইপিডিসি, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, পিডিএল এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/