ডিএসইর প্রধান সূচক ১৬, সিএসইতে কমেছে ১৯ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫৩ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ৮৬ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৪ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩৬৪ কোটি ৭ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১ কোটি ৩৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৮৫ কোটি ৪৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৮৪ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৩০৭ পয়েন্টে এবং ১১ দশমিক ৬৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার, মার্কেন্টাইল ব্যাংক, ফার কেমিক্যাল, এসআইবিএল, ইউনাইটেড ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল এবং কেয়া কসমেটিকস।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬২ কোটি ৬৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৫৮ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১০ হাজার ৬৩৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৪৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ২৮৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ০ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৩২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, শিপার্ড ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, বেক্স ফার্মা, অ্যাপোলো ইস্পাত, এসআইবিএল, বারাকা পাওয়ার, কেয়া কসমেটিকস, ফার কেমিক্যাল এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
/এসএনএইচ/