এসএমই ঋণে আবেদন ফি ২০০ টাকার বেশি নয়

nonameএসএমই ঋণে আবেদন ফি ২০০ টাকার বেশি নিতে পারবে না ব্যাংক। শুধু তাই নয়, এসএমই খাতের ঋণ মেয়াদপূর্তির আগে সমন্বয়ের ক্ষেত্রে ইয়ারলি সেটেলমেন্ট ফিও নিতে পারবে না কোনও ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

এই নির্দেশনাটি সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ খাতে ঋণের আবেদনপত্র গ্রহণ থেকে শুরু করে ঋণ মঞ্জুর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন নামে ও হারে চার্জ বা ফি অথবা কমিশন নিচ্ছে। এর ফলে, গ্রাহকের ঋণের প্রকৃত ব্যয় বৃদ্ধি পাচ্ছে। যা এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

এ অবস্থায় এসএমই খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে ঋণ আবেদন ফি  বাবদ ২০০ টাকার বেশি আদায় করা যাবে না। একইভাবে ডকুমেন্টেশন ফি,সিআইবি চার্জ, স্ট্যাম্প চার্জ, আইনি ও জামানত মূল্যায়ন ফি প্রকৃত ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, উল্লেখিত ফি বা চার্জের অতিরিক্ত কোনও চার্জ বা ফি অথবা কমিশন এসএমই খাতে প্রদত্ত ঋণ হিসাব থেকে নেওয়া যাবে না।

/জিএম/এমপি/