বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন: তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে

 

বাংলাদেশ ব্যাংকে আগুন (ছবি: ফোকাস বাংলা)বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা ব্যাংকে প্রবেশ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বাধীন এই তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন লে. কর্নেল (অব.) মো. মাহমুদুল হক খান চৌধুরী ও ব্যাংকের কমন সার্ভিস ডিপার্টমেন্টের কর্মকর্তা মো. তফাজ্জল হোসেন। শুক্রবার সকাল ১০ টা ২৪ মিনিটে তারা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের পলিসি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফারাহ মোহাম্মদ নাসের ও কয়েকজন নির্বাহী পরিচালকও রয়েছেন। 

তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।’



বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে। 

এ ঘটনা তদন্তে দু’টি  কমিটি গঠন করা হয়। একটি তিন সদস্যের অন্যটি পাঁচ সদস্য বিশিষ্ট। নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিকে ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 আরও পড়ুন: আগুন রহস্য উদঘাটনে বাংলাদেশ ব্যাংকের ৩ সদস্যের কমিটি

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

 

জিএম/এমএনএইচ/