X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আগুন রহস্য উদঘাটনে বাংলাদেশ ব্যাংকের ৩ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ০১:৩১আপডেট : ২৪ মার্চ ২০১৭, ০৬:১৫
image

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন (ছবি-ফোকাস বাংলা)

 

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গর্ভনরের সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, ‘নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির নিজে উপস্থিত থেকে এই কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন লে. কর্নেল (অব.) মো. মাহমুদুল হক খান চৌধুরী এবং ব্যাংকের কমন সার্ভিস ডিপার্টমেন্টের মো. তফাজ্জল হোসেন।

তবে ব্যাংকটির ১৪ তলায় লাগা আগুনের ক্ষয়ক্ষতি দেখে শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘সেখানে খুব মূল্যবান কাগজপত্র ছিল না। এটা খুবই সামান্য ঘটনা।’

রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে এই আগুন লাগার ঘটনার সংশ্লিষ্টতা না থাকার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বৈদেশিক মুদ্রা বিভাগ ও রিজার্ভ বিভাগ সম্পূর্ণ আলাদা।’ উল্লেখ্য, আগুন লেগেছে ১৪ তলার বৈদেশিক মুদ্রা বিভাগে।

তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে এই ঘটনাকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।’

এদিকে, বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, শটসার্কিট থেকে ৩০ তলা ভবনের ১৪ তলায় আগুনের সূত্রপাত হতে পারে।’

নাশকতার কোনও বিষয় জড়িত রয়েছে কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘এটা নাশকতা কিনা তা তদন্ত কমিটি বলতে পারবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে। ফায়ার সার্ভিসের প্রায় ৭০ জন কর্মী রাত সোয়া একটায় এ রিপোর্ট লেখার সময়েও ভবনটিতে কাজ করে যাচ্ছেন। পরে সিআইডির ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন। তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

/আরজে/এসএ/টিএন/

 

আরও পড়ুন:

রিজার্ভ চুরি ও ব্যাংক ভবনে আগুন: আলোচনায় ‘তিন দিনের ছুটি’!

বাংলাদেশ ব্যাংকে আগুন: আরও উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ অর্থ প্রতিমন্ত্রীর

আগুন রহস্য উদঘাটনে বাংলাদেশ ব্যাংকের ৩ সদস্যের কমিটি

পুড়ে গেছে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জিএম-এর কক্ষের ১০-১৫ ভাগ

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি