ডিএসইতে প্রধান সূচক ২৮, সিএসইতে কমেছে ৪৭ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ২৮ দশমিক ৩০ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৪৭ দশমিক ৩০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১১০ কোটি ১২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৭৭ কোটি ১৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৪০ কোটি ৮৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৬৩ কোটি ৭৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে  ১ হাজার ২৯৬ পয়েন্টে এবং ৪ দশমিক ৮৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, আইসিবি, আরএসআরএম স্টিল, এবি ব্যাংক, বেক্সফার্মা, এনএফএমএল, প্রিমিয়ার লিজিং এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৮ কোটি ৮৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৭ দশমিক ৩০ পয়েন্ট কমে ১০ হাজার ৭১১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮১ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৬৭৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩০১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪২ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৪১২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৪২টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল লাইফ ফাইন্যান্স, আইডিএলসি, ইস্টার্ন ব্যাংক, বেক্সফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, এইচএফএল এবং এনএফএমএল।
/এসএনএইচ/