ডিএসইতে প্রধান সূচক ২৮, সিএসইতে কমেছে ৬৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৮ দশমিক ২৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৬৫ দশমিক ১০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৯৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭৫ কোটি ২৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৪১ কোটি ০৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮১৭ কোটি ৪৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৬ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে  ১ হাজার ৩০১ পয়েন্টে এবং ৬ দশমিক ৮৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, ইসলামি ব্যাংক, সিটি ব্যাংক, আইডিএলসি, ইফাদ অটোমোবাইল, ওয়ান ব্যাংক, স্কয়ার ফার্মা, আইসিবি, ন্যাশনাল পলিমার এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৪ কোটি ৩১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ৪৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৫ দশমিক ১০ পয়েন্ট কমে ১০ হাজার ৬৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৯ দশমিক ০৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৬২৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৩০৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২১ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৩৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ইসলামি ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, এবি ব্যাংক এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/