ডিএসইতে প্রধান সূচক ৪৭, সিএসইতে বেড়েছে ১০২ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৭ দশমিক ৯৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১০২ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯৫ কোটি ৩৭ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৩৮ কোটি ২৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৪১ কোটি ০৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯৭ কোটি ২২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে  ১ হাজার ৩২০ পয়েন্টে এবং ৩২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১২৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, বেক্সফার্মা, আইডিএলসি, স্কয়ার ফার্মা, এসিআই, আরএসআরএম স্টিল, নাভানা সিএনজি, রিজেন্ট টেক্সটাইল এবং ডোরিন পাওয়ার।
সোমবার ডিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৫ কোটি ৩৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১১ কোটি ৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৯৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৮৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, ইস্টার্ন ব্যাংক, স্কয়ারফার্মা, বেঙ্গল উইন্ডসর, অ্যাকমি ল্যাবরেটরিজ, রিজেন্ট টেক্সটাইল, গ্রামীন ফোন, ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড এবং এবি ব্যাংক।
/এসএনএইচ/