ডিএসইতে প্রধান সূচক ৩৭, সিএসইতে বেড়েছে ৭৩ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৭ দশমিক ৭৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৮৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩ কোটি ৬৪ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৮৩ কোটি ১৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৯৩৮ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৭৮পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে  ১ হাজার ৩২৪ পয়েন্টে এবং ২৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সফার্মা, ব্র্যাক ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, গ্রামীণ ফোন, জিপিএইচ ইস্পাত, আইডিএলসি, স্কয়ার ফার্মা এবং বেক্সিমকো লিমিটেড।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্রসিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৮৬ কোটি ৪৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২১ কোটি ১২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৬৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯১১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএটিবিসি, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, বেক্সফার্মা, অ্যাকমি ল্যাবরেটরিজ, গ্রিণ ডেল্টা ইন্সুরেন্স, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, জিপিএইচ ইস্পাত এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/