ডিএসইতে প্রধান সূচক ২০, সিএসইতে কমেছে ৩৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইর লেনদেন গত কার্যদিবসের চেয়ে বাড়লেও কমেছে সিএসইর  লেনদেন।

এদিন ডিএসইর প্রধান সূচক ২০ দশমিক ১৯ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৩৫ দশমিক ১৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৭৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৮৯ কোটি ৬৩ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১১৪ কোটি ৮০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৮৩ কোটি ১৫ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৬৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৮৯ পয়েন্ট কমে  ১ হাজার ৩১৭ পয়েন্টে এবং ৪ দশমিক ৪৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, বেক্সফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, নাভানা সিএনজি, স্কয়ার ফার্মা এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৪ কোটি ৭৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২১ কোটি ৭৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ১৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮২৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬০ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৫১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১ হাজার ৩২৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, জিপিএইচ ইস্পাত, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সফার্মা, রিজেন্ট টেক্সটাইল, বিএসআরএম স্টিল, ইউসিবিএল এবং ডিবিএইচ।
/এসএনএইচ/