ডিএসইতে প্রধান সূচক ৩৩, সিএসইতে কমেছে ৭৬ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।

এদিন ডিএসইর প্রধান সূচক ৩৩ দশমিক ৪৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭৬ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬১১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৭ কোটি ৫৬ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৫৭ কোটি ৮৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ১৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১২৬ কোটি ৩০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট কমে  ১ হাজার ২৭২ পয়েন্টে এবং ৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, সাইফ পাওয়ার, ডিডি কম, আইসিবি, বেক্সফার্মা, আরএসআরএম স্টিল এবং আইডিএলসি।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৩ কোটি ৬৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৩০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১০ হাজার ৩৬৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৬ দশমিক ২৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ০০ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৩ দশমিক ১৪ পয়েন্ট কমে ১৫ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৫৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার কেমিক্যাল, বেক্সফার্মা, মবিল যমুনা, বিএসআরএম স্টিল, বিডি কম, ইসলামিক ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, তুংহাই নিটিং, এইচএফএল এবং এক্সিম ব্যাংক।
/এসএনএইচ/