ডিএসইতে প্রধান সূচক ৮৩, সিএসইতে কমেছে ১৫৩ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ৮৩ দশমিক ৪১ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৫৩ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৪০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১১ কোটি ৫৬ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০৬ কোটি ২২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ৮৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫১ কোটি ৬৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৬০ পয়েন্ট কমে  ১ হাজার ২৬২ পয়েন্টে এবং ২৫ দশমিক ৯১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ২৭৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, বিডি কম, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, সাইফ পাওয়ার, আরএসআরএম স্টিল, শাহজিবাজার পাওয়ার, ইসলামিক ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং তুংহাই নিটিং।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৪ কোটি ৩২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৯ কোটি ৩৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১০ হাজার ২১৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৫৫ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৪১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৮ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ২৪৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২০৯ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এ দিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ১২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার কেমিক্যাল, লংকা-বাংলা ফাইন্যান্স, তুংহাই নিটিং, বেক্সিমকো লিমিটেড, আরএন স্পিনিং, এইচএফএল, লাফার্জ সুরমা সিমেন্ট, রিজেন্ট টেক্সটাইল, বিডি কম এবং ইউসিবিএল।
/এসএনএইচ/