ডিএসইতে প্রধান সূচক ১৭, সিএসইতে বেড়েছে ৪৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইর।

এদিন ডিএসইর প্রধান সূচক ১৭ দশমিক ০৪ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৪৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৩৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৯৮ কোটি ৮৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১ কোটি ৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে  ১ হাজার ২৭৩ পয়েন্টে এবং ৩ দশমিক ৮৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিডি কম, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, ডেসকো এবং ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৯ কোটি ১৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৬১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিডি কম, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, অ্যাপোলো ইস্পাত এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/