ডিএসইতে প্রধান সূচক ২৩, সিএসইতে বেড়েছে ৬০ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এ দিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ২৩ দশমিক ৭১ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৬০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৩৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২০ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ৯৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৭৪ কোটি ২৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮০ কোটি ২৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৬ পয়েন্টে এবং ৮ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১৩৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ওয়ান ব্যাংক, বিডি ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, প্রাইম ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, এনভয় টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার এবং ব্র্যাক ব্যাংক।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ৭৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ৪১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৩৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২০৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল লাইফ ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, আরগন ডেনিমস, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, তুংহাই নিটিং, ইসলামী ব্যাংক, এনভয় টেক্সটাইল এবং সাইফ পাওয়ার।
/এসএনএইচ/