ডিএসইতে প্রধান সূচক কমলেও বেড়েছে সিএসইতে





ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক। তবে এদিন লেনদেন কমেছে উভয় স্টক এক্সচেঞ্জের।


এদিন ডিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৭ কোটি ৭৩ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৩২ কোটি ৪৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৩৭ কোটি ৩২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৪ কোটি ৮৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ২৭৫ পয়েন্টে এবং ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আরগন ডেনিমস, ইউনাইটেড পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ডোরিন পাওয়ার, ব্র্যাক ব্যাংক, আরএসআরএম স্টিল, এনএফএমএল, ইন্টারন্যাশনাল লিজিং এবং সাইফ পাওয়ার।
সোমবার সিএসইর লেনদেন চিত্রসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৩ কোটি ১৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৭ কোটি ২৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪০৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৬০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ২৬৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সাইফ পাওয়ার, ফাস ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ন্যাশনাল ব্যাংক, বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, ডোরিন পাওয়ার এবং আরডি ফুড।
/এসএনএইচ/