ডিএসইতে প্রধান সূচক ১৮, সিএসইতে কমেছে ৪৬ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ৪৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৪৬ দশমিক ০৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮১৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৭৪ কোটি ৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৩২ কোটি ৪৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪১ কোটি ৫৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং ৯ দশমিক ৪২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, পিমিয়ার লিজিং, এক্সিম ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, আরএসআরএম স্টিল, মার্কেন্টাইল ব্যাংক এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ১১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৬ দশমিক ০৪ পয়েন্ট কমে ১০ হাজার ৩৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ২৫৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৮ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৫ হাজার ২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১২৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বারাকা পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, ডোরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন, ইনটেক অনলাইন, সাইফ পাওয়ার, ফারইস্ট ফাইন্যান্স, আমান ফিড এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
/এসএনএইচ/