জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সংশোধনী

বাংলাদেশ ব্যাংকদেশের ব্যাংকগুলোর জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সংশোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে— ব্যাংক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ঝুঁকি হ্রাস এবং জাল-জালিয়াতি ও প্রতারণামূলক কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূভাবে প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী আনা হলো।
এখন থেকে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগ কর্তৃক মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করার আগে ত্রৈমাসের পরিবর্তে অর্ধবার্ষিক ভিত্তিতে (প্রতি অর্ধবার্ষিক শেষে পরবর্তী এক মাসের মধ্যে) বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে বলে চিঠিতে জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এই সংশোধিত নির্দেশনা আগামী মাস থেকে কার্যকর হবে। চিঠিটির সঙ্গে ১০ পৃষ্ঠা সংবলিত প্রতিবেদনের ফরম্যাটও পাঠানো হয়েছে।
/জিএম/জেএইচ/