ডিএসইতে প্রধান সূচক ৩০, সিএসইতে কমেছে ৬৭ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩০ দশমিক ০১ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৬৭ দশমিক ৭২ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৩৫ কোটি ২২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৮ কোটি ৮২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং ১০ দশমিক ৩২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৯২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, ডোরিন পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বিডি কম, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, নাভান সিএনজি, জাহিন টেক্সটাইল এবং আমরা টেকনোলজি।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৮ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ০৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৭ দশমিক ৭২ পয়েন্ট কমে ১০ হাজার ১২৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১১ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৯৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ২২৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৮ দশমিক ০২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৮৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৫১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, ডোরিন পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা, পিডিএল এবং খুলনা পাওয়ার কোম্পানি।
/এসএনএইচ/