বাজেটে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে: অর্থমন্ত্রী



অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ছবি: সংগৃহীত)আসন্ন বাজেটে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘বর্তমানে ব্যাংকে আমানতের সুদ ও বিদ্যমান সঞ্চয়পত্রের সুদের হারের ব্যবধান ৪ শতাংশ। যা ২/১ শতাংশের মধ্যে থাকা উচিত। এ কারণেই এবার বাজেটে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।’ রবিবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা চেম্বার ও ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে পৃথক পৃথক মতবনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে আরও কমানো হবে। যা চলতি মাসের ২৫/২৬ তারিখের মধ্যে চূড়ান্ত করা হবে। ’

বৈঠকে ঢাকা চেম্বারের পক্ষে আবুল কাশেম খান, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষে নাসের চৌধুরী, আফতাবুল ইসলাম উপস্থিত ছিলেন।
/এসআই/এমএনএইচ/