ওষুধ শিল্প শ্রমিকের ন্যূনতম বেতন ৪৬০০ টাকা

ওষুধ কারখানায় কর্মরতশ্রমিকওষুধ শিল্প খাতের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম বেতন হবে চার হাজার ৬শ টাকা। বৃহস্পতিবার (২৫ মে) সরকার নতুন এই বেতন কাঠামো ঘোষণা করেছে। ফার্মাসিউটিক্যালস শ্রমিকদের অদক্ষ, আধা-দক্ষ, দক্ষ ও উচ্চতর দক্ষ— এই চারটি শ্রেণিতে ভাগ করে বিভাগীয় শহর ও সিটি করপোরেশন, জেলা শহর এবং অন্যান্য এলাকার ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। ওষুধ শিল্পে প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মীদেরও চারটি গ্রেডে ভাগ করে নির্ধারণ করা হয়েছে ন্যূনতম মজুরি।
নতুন বেতন কাঠামোতে ওষুধ শিল্পের গ্রেড-৫-এর একজন অদক্ষ শ্রমিকের ন্যূনতম মূল মজুরি নির্ধারণ করা হয়েছে চার হাজার ৬শ টাকা। অন্যদিকে, গ্রেড-১-এর উচ্চতর দক্ষ শ্রেণির শ্রমিকের মূল বেতন সাত হাজার ৮শ টাকা ও আধা-দক্ষ শ্রমিকের মূল বেতন ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। এর বাইরে দক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। দক্ষ শ্রমিকদের মধ্যে দক্ষ-১ ক্যাটাগরির শ্রমিকদের মূল মজুরি ছয় হাজার ৮শ টাকা, দক্ষ-২ ক্যাটাগরির দক্ষ শ্রমিকদের জন্য ছয় হাজার ২শ টাকা ও দক্ষ-৩ ক্যাটাগরির জন্য মূল মজুরি পাঁচ হাজার ৮শ টাকা।
ওষুধ শ্রমিকদের নতুন এই বেতন কাঠামো প্রকাশ করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওষুধ শিল্পে একজন শ্রমিকের শিক্ষানবিশকাল হবে তিন মাস। এসময় একজন ওষুধ শিল্প শ্রমিক মাসে সর্বসাকুল্যে ছয় হাজার ৫শ টাকা বেতন পাবেন। আর শিক্ষানবিশকালে কর্মচারী পাবেন সাত হাজার টাকা।
এছাড়া, ওষুধ শিল্পের নতুন বেতন কাঠামোতে এই শিল্প খাতের সব ক্ষেত্রেই বাড়ি ভাড়া হবে মূল মজুরির ৫০ শতাংশ। আর সব গ্রেড ও সব স্থানের শ্রমিক-কর্মচারীরা ৭শ টাকা চিকিৎসা ভাতা ও ৬শ টাকা যাতায়াত ভাতা পাবেন।
/এসআই/টিআর/