ডিএসইতে প্রধান সূচক ৪০, সিএসইতে কমেছে ৭১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪০ দশমিক ৯৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭১ দশমিক ৪৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৪১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫২৩ কোটি ৯১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৬০ কোটি ৫০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ২৫১ পয়েন্টে এবং ১৬ দশমিক ৮৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৯৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২১১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এনভয় টেক্সটাইল লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোমোবাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আমরা টেকনোলজি, অগ্নি সিস্টেম, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো লিমিটেড এবং মোশাররফ হোসেন স্পিনিং মিল।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২০ কোটি ৬১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১২ কোটি ২৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২২ দশমিক ৫১ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৩৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ২২৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯৩ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- জাহিন স্পিনিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো লিমিটেড, এনভয় টেক্সটাইল, এক্সিম ব্যাংক, অগ্নি সিস্টেম, লংকা-বাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/