ডিএসইতে প্রধান সূচক ১৬, সিএসইতে বেড়েছে ১৪ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এ দিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৬৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯২ কোটি ৭৭ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৯২ কোটি ৭৭ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, প্যাসিফিক ডেনিম লিমিটেড, ইফাদ অটোমোবাইল, অগ্নি সিস্টেম, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, এনভয় টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল এবং আরএসআরএম স্টিল।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্রসিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৩ কোটি ৮৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২৮ কোটি ৮৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬০০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২ দশমিক ২১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, ট্রাস্ট ব্যাংক, প্যাসিফিক ডেনিমস, বারাকা পাওয়ার, এক্সিম ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, খান ব্রাদার্স, খুলনা পাওয়ার কোম্পানি, সাইফ পাওয়ার এবং সামিট পাওয়ার।
/এসএনএইচ/