প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

4410-thumbnail

চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে (২০১৭-২০১৮) প্রতিরক্ষা খাতে দুই হাজার ৫৪৪ কোটি টাকা বরাদ্দ বেড়েছে। এবার এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ হাজার ৭৫৬ কোটি টাকা। গত র্অথবছরে এ খাতে বরাদ্দ ছিল ২৩ হাজার ২১২ কোটি টাকা।

সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সহায়ক অন্যান্য দফতর ও সংস্থার সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে দেশমাতৃকার সার্বভৌমত্ব সমুন্নত রাখাই এ বাজেট বরাদ্দের উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘জাতীয় প্রতিরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বাড়াতে আমরা আধুনিক অস্ত্র-শস্ত্র ও প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি সংযোজন করছি। সম্প্রসারণ করেছি বাহিনীগুলোর প্রশিক্ষণ সুবিধা। অবকাঠামোগত উন্নয়নসহ বাহিনীগুলোর আধুনিকায়নের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

/জেইউ/এসটি/

আরও পড়ুন

উড়োজাহাজ ভ্রমণে বাড়ছে ভ্যাট

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে: অর্থমন্ত্রী

ভ্যাট ১৫ শতাংশই, বাড়ছে অব্যাহতির আওতা

বাড়ছে না করমুক্ত আয়সীমা

বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ

বাজেটে ঘাটতি এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা

বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ