শিশু বাজেটে বরাদ্দ প্রায় ৫৬ হাজার কোটি টাকা

বাজেট ২০১৭-১৮

নতুন অর্থবছরের (২০১৭-১৮) জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রস্তাবিত নতুন এ বাজেটে শিশু বাজেট প্রস্তাব করা হয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব পেশ করা হয়।

বাজেট প্রস্তাবে বলা হয়, মোট ১৩টি মন্ত্রণালয়ের অধীনে শিশু বাজেট প্রণয়ন করা হয়। ২০১৭-১৮ অর্থবছরে এসব মন্ত্রণালয়ের অধীনে শিশু বাজেট ধরা হয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকা। গত অর্থবছরে শিশু বাজেটের পরিমাণ ছিল ৪৬ হাজার কোটি টাকা। সে হিসেবে নতুন অর্থবছরে শিশুদের বাজেট বেড়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। বাজেট প্রস্তাবে বলা হয়, বিদ্যুৎ ও ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ায় সরকারের মোট বাজেটে শিশু কেন্দ্রিক বাজেটের হিসাব কিছুটা কমেছে। তবে জিডিপির অনুপাতে শিশু-কেন্দ্রিক কার্যক্রমে বাজেট বরাদ্দের হার ২ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।

/এসএনএইচ/টিএন/