চালু হবে সরকারি পৃষ্ঠপোষকতায় সর্বজনীন পেনশন

বাজেটের বিভিন্ন খাতসরকারি কর্মচারীদের পাশাপাশি সবার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণমূলক সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, ‘আমাদের বিদ্যমান পেনশন ব্যবস্থা সংস্কার করে আধুনিক, যুযোপযোগী ও বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যমান পেনশন ব্যবস্থার সংস্কারের প্রথম ধাপে আমারা শতভাগ পেনশন নগদায়নের বিধান রহিত করেছি। পেনশন বাবদ বরাদ্দ বিভিন্ন মন্ত্রনালয়ের মধ্যে বিক্ষিপ্তভাবে রাখার পরিবর্তে অর্থ বিভাগের অনুকুলে রাখার ব্যবস্থা করেছি। পৃথক একটি পেনশন অফিস প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছি।’

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি পেনশনারগণ দেশের সমগ্র জনগণের একটি ক্ষুদ্রাংশ মাত্র। তাই অংশগ্রহণমূলকভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় সর্বজনীন পেনশনের ব্যবস্থা করার ওপর জোর দেন তিনি।

আগামী ১ জুলাই হতে অবসরগ্রহণকারী সরকারি পেনশনারগণ আবশ্যিকভাবে তাদের প্রাপ্য পেনশনের অর্ধেকের উপর নির্দিষ্ট হারে আনুতোষিক পাবেন এবং বাকি অর্ধেক আজীবন মাসিক পেনশন হিসেবে পাবেন বলে জানান আবুল মাল আবদুল মুহিত।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান, ‘পূর্বে পেনশনারগণের পেনশন নির্ধারণের পর নতুন পে-স্কেল চালুর আগে পেনশনের হার বৃদ্ধি করা হতো না। ফলে পেনশনারগণ অতি নগণ্য হারে পেনশন পেতেন। আমরা প্রথমবারের মতো মাসিক পেনশনের উপর বার্ষিক ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট প্রথা প্রবর্তন করেছি।’

/সিএ/এসএ/