ডিএসইতে প্রধান সূচক ১৮, সিএসইতে বেড়েছে ৩৮ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ১২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৩৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৬৯ কোটি ০১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫শ’ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৩ পয়েন্টে এবং ২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, ব্র্যাক ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোমোবাইল, আরএসআরএম স্টিল, রিজেন্ট টেক্সটাইল, বেক্সফার্মা এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১১২ কোটি ৯৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৬৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৩০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৫ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো, অ্যাকমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, নূরানি ডায়িং, লংকা-বাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
/এসএনএইচ/