শুল্ক গোয়েন্দা প্রধানের বক্তব্যে আতঙ্কিত সোনা ব্যবসায়ীরা

বাংলাদেশ জুয়েলার্স সমিতি‘আপন জুয়েলার্স ছাড়া অন্য সোনা ব্যবসায়ীদের বিরুদ্ধেও চোরাচালানের অভিযোগ রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর প্রধানের এমন বক্তব্যে আতঙ্ক বিরাজ করছে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে। মঙ্গলবার (৬ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতি’র (বাজুস) সহ-সভাপতি এনামুল হক খান।
এর আগে দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে মহাপরিচালক ড.মইনুল খান। ওই সময় তিনি বলেন, ‘আপন জুয়েলার্স ছাড়াও অন্য সোনা ব্যবসায়ীদের বিরুদ্ধেও চোরাচালানের অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।’

শুল্ক গোয়েন্দা প্রধানের এমন বক্তব্যে পর উদ্বেগ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় সোনা ব্যবসায়ীদের সংগঠন বাজুস।
আগামীকাল বুধবার বেলা ১২টায় সমিতির কাযনির্বাহী কমিটি ও বিশিষ্ট জুয়েলারি মালিকদের যৌথসভা আহ্বান করা হয়েছে। একইসঙ্গে সভা শেষে বেলা ২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরজে/এমএ/এসএমএ/