ডিএসইতে প্রধান সূচক ৫, সিএসইতে কমেছে ২৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫ দশমিক ০৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ২৫ দশমিক ১৩ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। সোমবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৩ কোটি ২১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৩১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯৮ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট কমে ১ হাজার ২৬২ পয়েন্টে এবং ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, ইফাদ অটোমোবাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, বেক্সফার্মা, ব্র্যাক ব্যাংক, বিডি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, মবিল যমুনা এবং সিটি ব্যাংক।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪০ কোটি ২৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৬ কোটি ৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৫ দশমিক ১৩ পয়েন্ট কমে ১০ হাজার ২২০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪২ দশমিক ০৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৭৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ২৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৫ হাজার ১৪৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, অ্যাকমি ল্যাবরেটরিজ, সাইফ পাওয়ার, নূরানি স্পিনিং, এসিআই, বিকন ফার্মা, বেক্সফার্মা এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
/এসএনএইচ/