ডিএসইতে প্রধান সূচক ৮, সিএসইতে বেড়েছে ৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারের লেনদেন কমেছে। বুধবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৬০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮২ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩০ কোটি ১৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৪৭ কোটি ২৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ১০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে এবং ৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, নূরানী ডায়িং, সাইফ পাওয়ার, আরগন ডেনিমস, বিডি কম, লংকা-বাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস এবং ইউসিবিএল।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ৮৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৪৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৩১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১৬০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, বেক্সফার্মা, অ্যাপোলো ইস্পাত, নাভানা সিএনজি, সামিট পাওয়ার, নূরানি ডায়িং, মবিল যমুনা, সাইফ পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ইইউসিবিএল।
/এসএনএইচ/