ডিএসইতে প্রধান সূচক ৪৮, সিএসইতে বেড়েছে ৭১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৮ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। মঙ্গলবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৯২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯২ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৭৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ৮৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৩ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭২ পয়েন্টে এবং ১৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- রিজেন্ট টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরগন ডেনিমস, নূরানী ডায়িং, আমরা টেকনোলজি, ব্র্যাক ব্যাংক, বেক্সফার্মা, বিডি কম এবং বেক্সিমকো লিমিটেড।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৮ কোটি ২৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ২০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৪০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৫৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সফার্মা, সিঙ্গার বিডি, আল আরাফা ইসলামী ব্যাংক, নূরানী ডায়িং, মবিল যমুনা, ওয়ান ব্যাংক, সাইফ পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং অ্যাপোলো ইস্পাত।
/এসএনএইচ/