ডিএসইতে প্রধান সূচক ৪০, সিএসইতে বেড়েছে ৯৩ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪০ দশমিক ৪৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৯৩ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। বুধবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯২ কোটি ৯৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭০০ কোটি ৪১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি ৭৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৬৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮০ পয়েন্টে এবং ১৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- রিজেন্ট টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, ইফাদ অটোমোবাইল, সিটি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি কম, বেক্সফার্মা, ইসলামি ফাইন্যান্স, আমরা টেকনোলজি এবং নূরানী ডায়িং।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৮ কোটি ৪৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৯ কোটি ৭৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৩৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫৮ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৪৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪০৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৭০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আল আরাফা ইসলামী ব্যাংক, আইডিএলসি, সিভিও পেট্রোক্যামিক্যাল, লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, মবিল যমুনা, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক এবং স্কয়ার ফার্মা।
/এসএনএইচ/