ডিএসইতে প্রধান সূচক ৪৭, সিএসইতে বেড়েছে ৮৭ পয়েন্ট

ডিএসই ও সিএসইঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৭ দশমিক ২০ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৮৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। বুধবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত ২২ জুন লেনদেন হয়েছিল ৭৭৬ কোটি ৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬২৮ কোটি ৮ লাখ টাকা। গত ২২ জুন লেনদেন হয়েছিল ৭৪৪ কোটি ১২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৬ কোটি ৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯০ পয়েন্টে এবং ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ৭৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, প্রাইম ব্যাংক, এএফসি অ্যাগ্রো, ইফাদ অটোমোবাইল, ডোরিন পাওয়ার এবং সিটি ব্যাংক।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৫ কোটি ৯৯ লাখ টাকা। গত ২২ জুন লেনদেন হয়েছিল ৩১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৭৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৯৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রিমিয়া ব্যাংক, এনসিসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সিভিও পেট্রোক্যামিক্যাল, প্রাইম ব্যাংক, বেক্সফার্মা এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।
/এসএনএইচ/