ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে বেড়েছে ১৩ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৯ দশমিক ৭৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৩৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮০১ কোটি ১৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬২৮ কোটি ৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭৩ কোটি ১১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৬ পয়েন্টে এবং ০ দশমিক ১৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, পেনিনসুলা হোটেল, শাহজিবাজার পাওয়ার, মার্কেন্টাইল ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড। 
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৪ কোটি ৬৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৩৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫১৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ২৯২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, জেনারেশন নেক্সট, লংকা-বাংলা ফাইন্যান্স, আমরা টেকনোলজি, লাফার্জ সুরমা সিমেন্ট, পেনিনসুলা হোটেল, সাইফ পাওয়ার, আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস এবং নূরানি ডায়িং।
/এসএনএইচ/