পেপারলেস ট্রেড ফ্যাসিলিটেশন কার্যকরের উদ্যোগ

বাংলাদেশ ফরেইন ট্রেড ইনস্টিটিউট

বিশ্ব বাণিজ্যে সক্ষমতা অর্জন ও বাণিজ্য সহজ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট অনুযায়ী ‘ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন’ কার্যকর করবে বাংলাদেশ। প্রতিযোগিতামূলক বাণিজ্যে টিকে থাকার জন্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও সক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য। এজন্য ‘ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফ্যাসিলিটেশন অফ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)। মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে  সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাণিজ্যিক সংগঠন, এনজিও, এসএমই-এর প্রতিনিধিরা এতে  মতবিনিময় করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিআিই-এর প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকশী এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্র মতে, দুর্নীতি রোধ এবং আমদানি ও রফতানির ক্ষেত্রে সময় ও খরচ বাচাতে পেপারলেস ট্রেড কার্যকর ও আধুনিক গ্রহণযোগ্য পদ্ধতি। উন্নত বিশ্ব এখন পেপারলেস ট্রেড-এর সুবিধা ভোগ করছে। এ পদ্ধতি কার্যকর করতে সরকারের চলমান আইন, বিধি ও নীতির পরিবর্তন প্রয়োজন হবে। পেপারলেস ট্রেড পদ্ধতি কার্যকর করার আগে সেবা প্রদান ও গ্রহণকারীদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে, প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।

আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন বিআইএসএস এর চেয়ারম্যান অ্যাম্বাসেডর মুন্সী ফয়েজ আহমেদ,  বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, কারিগরের ম্যানেজিং পার্টনার মিসেস তানিয়া ওয়াহাব, আইবিআই ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ড. খায়রুজ্জামান মজুমদার, প্রোকাস-এর টিম লিডার মিস ক্যাথেরিন এম. সিসিল।

/এসআই/এসএমএ/টিএন/