ডিএসইতে প্রধান সূচক ২২ ও সিএসইতে বেড়েছে ২৬ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৮৭ কোটি ২২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৩৮ কোটি ৯৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৮৭ কোটি ২২ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ২১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৭ পয়েন্টে এবং ৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, লংকা-বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, আরএকে সিরামিকস, সিটি ব্যাংক, ইফাদ অটোমোবাইল, ওয়ান ব্যাংক, শাহজিবাজার পাওয়ার এবং ফুওয়াং ফুড।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৮ কোটি ২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৬ কোটি ৯৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯০৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৮১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফাইন ফুড, গ্রামীণ ফোন, সাইফ পাওয়ার, ফুওয়াং ফুড, রূপালী ব্যাংক, ফরচুনা সু, আইডিএলসি, এক্সিম ব্যাংক, কেয়া কসমেটিকস এবং জেনারেশন নেক্সট।
/এসএনএইচ/