এবার সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ইঙ্গিত গভর্নরের

জাতীয় সঞ্চয়পত্র (ফাইল ছবি)

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পর এবার সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ইঙ্গিত দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বুধবার (২৬ জুলাই) ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এ ইঙ্গিত দেন। ওই সময় গভর্নর বলেন, ‘বিদ্যমান বাজার সুদ হারের সঙ্গে অচিরেই সঞ্চয়পত্রগুলোর মুনাফার হার সম্পর্কিত করতে হবে।’

এর আগে ২৮ জুন বাজেটের সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সঞ্চয়পত্রের সুদের হারের সঙ্গে মূল্যস্ফীতির সরাসরি সম্পর্কের বিষয়টি তুলে ধরে এই হার কমিয়ে আনার ইঙ্গিত দেন।

মুদ্রানীতি ঘোষণার সময় ফজলে কবির বলেন, ‘সঞ্চয়পত্রের উচ্চ মুনাফার হার সরকারের সুদ ব্যয়ভার বাড়াবে। জাতীয় সঞ্চয় স্কীমের সঞ্চয়পত্রগুলোর বাজার সুদহারের সঙ্গে সংগতিহীন উচ্চ মুনাফা হার সরকারের জন্য অতিরিক্ত ব্যয়ভার সৃষ্টি করবে। এছাড়া মধ্য ও দীর্ঘমেয়াদী সরকারি-বেসরকারি প্রকল্পের অর্থায়নের জন্য গুরুত্বপূর্ণ বন্ড বাজারের বিকাশ বাধাগ্রস্ত করবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এসকে সুর চৌধুরী, প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা মো.আখতারুজ্জামান প্রমুখ।

গভর্নর বলেন, ‘সঞ্চয়পত্র মধ্যম আয়ের লোকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাদের একটু একটু সঞ্চয় একদিন উদ্যোক্তা হতে সহায়তা করে। এজন্য সঞ্চয়পত্র সুদের হার নিয়ে সরকার অনেক চিন্তাভাবনা করছে। বিশেষ করে, এটাকে একটি বিধিবদ্ধ ও যৌক্তিক হারের মধ্যে আনার ব্যাপারে প্রচেষ্টা চলছে।’

গভর্নর আরও বলেন, ‘মুদ্রানীতির কার্যকারিতার জন্য দরকারি সুষ্ঠু ট্রান্সমিশন চ্যানেলের বিকাশ্ও বাধাগ্রস্ত হচ্ছে। তাই অচিরেই সঞ্চয়পত্রগুলোর মুনাফা হার বিদ্যমান বাজার সুদহারের সঙ্গে সম্পর্কিত করতে হবে।’

দেখা গেছে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্থায়ী আমানত রাখলে গড়ে পাঁচ থেকে ছয় শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে, যা সঞ্চয়পত্রের সুদের তুলনায় অনেক কম। ২০১৫ সালের মে মাসে সব ধরনের সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা গড়ে দুই শতাংশ হারে কমানোর পরও সব স্কিমের বিপরীতে এখনও ১১ থেকে ১২ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ। পাঁচ বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক ৬৭ শতাংশ। তিন বছর মেয়াদী ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবের মুনাফার হার ১১ দশমিক ২৮ শতাংশ। পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক ২৮ শতাংশ এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক ৪ শতাংশ।

/জিএম/এমএ/