ডিএসইতে প্রধান সূচক ১৫ ও সিএসইতে বেড়েছে ৪৩ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪৩ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছে।

তবে এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে দেনদেন বাড়লেও কমেছে সিএসইর লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৯৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৫৬ কোটি ৯৪ লাখ   টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১৬৬ কোটি ১৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭১ কোটি ২৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৬ পয়েন্টে এবং ৬ দশমিক ৫৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১২৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, সিএনএ টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফু ওয়াং ফুড, ফরচুনা সু, গ্রামীণ ফোন এবং ইফাদ অটোমোবাইল।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬২ কোটি ৪৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৯০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২৮ কোটি ৬১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২২১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, ন্যাশনাল ব্যাংক, সিএনএ টেক্সটাইল, ফুওয়াং ফুড, কেয়া কসমেটিকস, বিবিএস কেবল, জেনারেশন নেক্সট, প্রিমিয়ার ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স এবং বেক্সিমকো লিমিটেড।
/এসএনএইচ/