ডিএসইতে প্রধান সূচক ২৭ ও সিএসইতে বেড়েছে ৫২ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫২ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৪১ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯১৯ কোটি ৩২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৭৭ কোটি ৯৯ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৩ পয়েন্টে এবং ৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, বিবিএস কেবল, ইফাদ অটোমোবাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, সিএনএ টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিকস, তুংহাই নিটিং এবং মার্কেন্টাইল ব্যাংক।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৩ কোটি ৫৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন ৬৩ কোটি ৬৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩২৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এসআইবিএল, বিবিএস কেবল, বিএসআরএম লিমিটেড, অ্যাপোলো ইস্পাত, মার্কেন্টাইল ব্যাংক, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, প্রিমিয়ার ব্যাংক এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/