ডিএসইতে প্রধান সূচক ১৫ ও সিএসইতে কমেছে ৩২ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৫ দশমিক ৯২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩২ দশমিক ৭৭ পয়েন্ট কমেছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৯৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ২৫৫ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৪৪ কোটি ৭৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১৮৭ কোটি ৩৫ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৪২ কোটি ৬০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে এবং ৫ দশমিক ৪২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিএনএ টেক্সটাইল, বিবিএস কেবল, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইফাদ অটোমোবাইল, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, জেনারেশন নেক্সট, ফুওয়াং ফুড এবং ফরচুনা সু।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৫ কোটি ২৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৮ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৮ হাজার ২৮৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৩১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, আইএফআইসি ব্যাংক, ফুওয়াং ফুড, জেনারেশন নেক্সট, সিএনএ টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, নুরানী ডায়িং, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং সাইফ পাওয়ার।
/এসএনএইচ/