ডিএসইতে প্রধান সূচক ১৯ ও সিএসইতে বেড়েছে ৪৮ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৫ কোটি ১২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৭৭ কোটি ৯১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৬১ কোটি ৯২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৮৪ কোটি ১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩১১ পয়েন্টে এবং ০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, আইএফআইসি ব্যাংক, ফরচুনা সু, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ইফাদ অটোমোবাইল, সিএনএ টেক্সটাইল, প্রাইম ব্যাংক, রূপালী ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৩৬ কোটি ৬৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১১১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৮২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৫১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এসআইবিএল, ব্যাংক এশিয়া, বিবিএস কেবল, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ফুওয়াং ফুড, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/