ডিএসইতে প্রধান সূচক ৩৮ ও সিএসইতে কমেছে ৬৮ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৮ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৬৮ দশমিক ৭৯ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন  গত কার্যদিবসের তুলনায় বাড়লেও কমেছে সিএসইতে। বুধবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৭৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৪ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ৯১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে বেড়েছে ৫৮কোটি ৪৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৩০৩ পয়েন্টে এবং ১৩ দশমিক ৭০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২৩৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, উত্তরা ব্যাংক,  আইএফআইসি ব্যাংক, ইফাদ অটোমোবাইল, পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, সিএনএ টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, ফুওয়াং ফুড এবং সিটি ব্যাংক।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ৫১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৩৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। সুতসসু
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৮ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১১ হাজার ৪২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২০ দশমিক ২১ পয়েন্ট কমে ১৮ হাজার ২৬২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯৮ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৮৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- পূবালী ব্যাংক, বিবিএস কেবল, আইএফআইসি ব্যাংক, ফুওয়াং ফুড, উত্তরা ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, কেয়া কসমেটিকস এবং বেক্সিমকো লিমিটেড।
/এসএনএইচ/