ডিএসইতে প্রধান সূচক ৩১ ও সিএসইতে বেড়েছে ৫৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩১ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫৫ দশমিক ০০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। সোমবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১০৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৯৮২ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৯৩০ কোটি ২২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৫০ কোটি ৭১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১২ পয়েন্টে এবং ২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ১১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম,  বিবিএস কেবল, ফরচুনা সু, আল আরাফা ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মবিল যমুনা, লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক এবং আরগন ডেনিমস।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৭৩ কোটি ৩৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৫ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৪৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৪৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৮৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আরএকে সিরামিকস, ফরচুনা সু, এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, বিবিএস ক্যাবল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড।