আগামী বাজেটের আকার হবে সাড়ে চার লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রীআগামী অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ওই বাজেটে সাধারণ মানুষের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল-৩, ঢাকা কর্তৃক আয়োজিত আয়কর ক্যাম্প উদ্বোধন ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হবে। ফলে ২০২৪  সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে। এ সময়ের মধ্যে দারিদ্র্যের হার সাত শতাংশে নামিয়ে আনা হবে।’

অর্থমন্ত্রী এনবিআরকে করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়ে বলেন, ‘মানুষ যাতে কর দিতে গিয়ে কোনও ধরনের হয়রানির শিকার না হন। পরিবেশ সৃষ্টি করতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের  সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, কর অঞ্চল-৩, ঢাকার কর কমিশনার নাহার ফেরদৌসি বেগম প্রমুখ।

আরও পড়ুন:


রাখাইনে হত্যা-ধর্ষণ-উচ্ছেদের বিপুল আলামত পেয়েছে এইচআরডব্লিউ
স্বজনদের লাশ শনাক্তে মিয়ানমারে ফিরতে চায় রোহিঙ্গা হিন্দুরা
রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে সায় নেই সরকারের