সিএসআরের অর্থ ব্যয় হবে পর্যটন খাতে

বাংলাদেশ ব্যাংকব্যাংকগুলোকে করপোরেট সামাজিক দায়বদ্ধতার ( সিএসআর) অর্থ দেশের পর্যটন খাতের উন্নয়নে ব্যয় করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে এই শিল্পের বিকাশে স্থানীয় বিশ্ব ঐতিহ্য চিহ্নিত এলাকা, ঐতিহাসিক নির্দশন ও ধর্মীয় স্থাপনা, কৃষ্টি ও কালচার, প্রাকৃতিক সম্পদ, অরণ্য পাহাড়, হাওরকে ভিত্তি করে পর্যটন আকর্ষণ, পর্যটন এলাকার সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের সুবিধাদি প্রবর্তনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন সেখানে সিএসআর কার্যক্রমের আওতায় অর্থ সহায়তার মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব বিবেচনায় সিএসআর কার্যক্রমের আওতায় এই খাতে উল্লেখযোগ্য হারে ব্যয় বরাদ্দ বাড়ানোসহ অর্থ সহায়তা দিতে হবে।
আরও পড়ুন-
বিশেষ প্রণোদনা পাচ্ছেন ভালো ঋণ গ্রহীতারা
চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক