ডিএসইতে প্রধান সূচক ৩৩, সিএসইতে কমেছে ৪৮ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ৩৩ দশমিক ২৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৪৮ দশমিক ৪৬ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৪০ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮১৪ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৯২ কোটি ৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ১০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩২৬ কোটি ৯৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১০৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে এক হাজার ৩৪০ পয়েন্টে এবং ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ২২৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, আমার নেটওয়ার্ক, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ৩৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১১ হাজার ৪৯৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৮ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৪৩৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, আমার নেটওয়ার্ক, আইএফআইসি, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
আরও পড়ুন: 

নির্বাচনে অংশ নিতে আরপিও সংশোধনে আমলাদের দৌড়ঝাঁপ শুরু 

নাফ নদীর তীরে কাঁদছে মানুষ!