ডিএসইতে প্রধান সূচক ৪৪, সিএসইতে কমেছে ১১৬ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের শেষ ও পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ৪৪ দশমিক ১৬ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১১৬ দশমিক ৮২ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১৪০ কোটি ৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ২৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৯২ কোটি ৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৪৮ কোটি ৭৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৮৫ পয়েন্ট কমে এক হাজার ৩৩৩ পয়েন্টে এবং ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৯৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোমোবাইল, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আমার নেট, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, এসিআই, মার্কেন্টাইল ব্যাংক এবং লংকা বাংলা ফাইন্যান্স। 
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৫ কোটি ২১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ১৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১১৬ দশমিক ৮২ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৯০ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৮২৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ৪০ পয়েন্ট কমে এক হাজার ৪২২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৬ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৬ হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১৬১টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউসিবিএল, আমার নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট এবং এসিআই।
আরও পড়ুন: 
বাংলাদেশে সাইবার বীমা কবে?